ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
আবুধাবীতে বাংলাদেশ-ভারত ও পাকিস্তানী ব্যবসায়ীদের যৌথ মালিকানার মার্কেট চালু
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-১১-০১ ১৫:২৪:২৩
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোচ্ছাফ্ফার ১১নং সানাইয়াতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানী ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ‘আরিজ আল মদিনা’ নামে একটি হাইপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে -মাতৃকণ্ঠ।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোচ্ছাফ্ফার ১১নং সানাইয়াতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানী ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ‘আরিজ আল মদিনা’ নামে একটি হাইপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে। 
  গত ৩০শে অক্টোবর বাদ আছর মার্কেটটির স্থানীয় স্পন্সর ছৈয়দ আহমদ ও ছৈয়দ মোহাম্মদসহ বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন। এ সময় মার্কেটের ৬জন মালিকসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 
  অতিথিগণ ত্রি-দেশীয় মালিকানায় এ ধরণের ব্যবসায়ীক উদ্যোগকে সাধুবাদ জানান এবং বহির্বিশ্বে ভারতীয় উপমহাদেশের এই ৩ দেশের নাগরিক ও ব্যবসায়ীদের আরো কাছাকাছি আসার উপর গুরুত্ব আরোপ করেন। 

 

পবিত্র হজ্ব পালনে সস্ত্রীক মক্কায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী
সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন প্রতিনিধি দল
সর্বশেষ সংবাদ