সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোচ্ছাফ্ফার ১১নং সানাইয়াতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানী ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ‘আরিজ আল মদিনা’ নামে একটি হাইপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে।
গত ৩০শে অক্টোবর বাদ আছর মার্কেটটির স্থানীয় স্পন্সর ছৈয়দ আহমদ ও ছৈয়দ মোহাম্মদসহ বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন। এ সময় মার্কেটের ৬জন মালিকসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অতিথিগণ ত্রি-দেশীয় মালিকানায় এ ধরণের ব্যবসায়ীক উদ্যোগকে সাধুবাদ জানান এবং বহির্বিশ্বে ভারতীয় উপমহাদেশের এই ৩ দেশের নাগরিক ও ব্যবসায়ীদের আরো কাছাকাছি আসার উপর গুরুত্ব আরোপ করেন।