ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে নবাগত জেলা প্রশাসকের মাধ্যমে রেলওয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছে কালুখালী উপজেলার সর্বস্তরের জনগণ।
গতকাল ১৪ই জানুয়ারী দুপুরে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালুখালীর সর্বস্তরের জনগণের দাবী আদায়কারী কমিটির সদস্য সচিব আবুল কাসেম মন্ডল, খন্দকার আব্দুল ওহাব ও সাংবাদিক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ই জানুয়ারী সকাল ১০টায় কালুখালী জংশন রেলওয়ে স্টেশন চত্বরে কালুখালী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে স্টপেজের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।