বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী করা, প্রভিডেন্ট ফান্ড চালুসহ ৮দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও র্যালী করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রাজবাড়ী জেলা শাখা।
গতকাল ১৭ই জানুয়ারী সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে র্যালীটি বের করা হয়। র্যালীটি রাজবাড়ী বাজারের মনাক্কা টাওয়ারের সামনে থেকে ঘুরে ১নং রেলগেটের শহীদ স্মৃতি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে র্যালীটি শেষ হয়।
এ সময় বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন বিপ্লব, বিক্রয় প্রতিনিধি জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি এহসান উদ্দিন টুটুল, সহ-সভাপতি শাহিনুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইজাজুল(ইমন), ক্রীড়া সম্পাদক মোঃ ইস্রারাফিল হোসেন, পাংশা উপজেলার সভাপতি মোঃ আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশে ২৫ লাখেরও অধিক বিক্রয় প্রতিনিধি রয়েছেন। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। এটি কেমন চাকরি? স্বল্প বেতনে চাকরি করতে হয়। আমরা কীভাবে চলি! আমরা আমাদের পরিবার নিয়ে চলতে পারি না।
তারা আরও বলেন, আমরা কাজ বন্ধ করলে সারা দেশ অচল হয়ে যাবে। কোনো পণ্য কোথাও পৌঁছানো যাবে না। আমাদের দাবীগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে ৮দফা দাবী তুলে ধরা হয়। দাবীগুলো হলো সর্বনিম্ন মাসিক বেতন ২৩ হাজার টাকা, বাড়ী ভাড়া ৫ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, দুপুরে খাবার বাবদ ৩ হাজার ১২০ টাকা মিলিয়ে সর্বমোট ৩১ হাজার ৬২০ টাকা এবং টিএ মার্কেট অনুযায়ী দিতে হবে; সব বিক্রয় প্রতিনিধির চাকরি স্থায়ী করা; কাউকে চাকরিচ্যুত করলে তিন মাসের বেতন দেওয়া; প্রভিডেন্ট ফান্ড চালু; কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারকে নগদ ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান; প্রতি ঈদে বেতনের সমপরিমাণ ঈদ বোনাস নিশ্চিত; সরকারী সব ছুটিতে বিক্রয় প্রতিনিধিদেরও ছুটি (শনিবার ব্যতীত) দেওয়া এবং প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানো।