রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুস সাত্তারকে মারপিটের প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছে ব্যবসায়ীরা।
গতকাল ১৭ই জানুয়ারী সকালে সোনাপুর বাজার বণিক সমিতির আয়োজনে সোনাপুর বাজারের চার রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে প্রায় ২ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে ব্যবসায়ীরা।
এ সময় বাজারের জরুরী সেবা ওষুধ ও খাবার হোটেলসহ সব ধরণের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এতে দুর্ভোগের শিকার হয় সাধারণ ক্রেতারা। অবরোধ চলাকালে কালুখালী ও বালিয়াকান্দি সড়ক বন্ধ হয়ে যায়। এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালুখালী ও বালিয়াকান্দি থানা পুলিশ। পরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন সোনাপুর বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে মীমাংশা করেন। এরপর অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
অবরোধ চলাকালে বাজার বনিক সমিতির সভাপতি খোন্দকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিন্টু, সাইদুল রহমান শাহিন, জয়নাল আবেদীন, দুলাল মোল্লা, ওয়াজেদ বিশ্বাস, ইসমাহিল হোসেন ও মামুন খান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিমুলসহ একদল দূর্বৃত্ত গত ১৬ই জানুয়ারী সন্ধ্যায় ব্যবসায়ী আব্দুস সাত্তারকে মারপিট করে। এতে সাত্তার গুরুতর আহত হয়। এ ঘটনায় ব্যবসায়ীরা মাদক ব্যবসায়ী শিমুলসহ তার সহযোগিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ব্যবসায়ীদের অভিযোগ শুনে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে মাদক কারবারী শিমুলসহ তার সহযোগী দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দেন।