ঢাকা শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫
জিয়া সাইবার ফোর্স সদস্যের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ-বিক্ষোভ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৭ ১৪:২১:২১

রাজবাড়ী জেলা যুবদল ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফরহাদ হোসেনের ওপর আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ১৭ই জানুয়ারী বিকেলে জেলার পাংশা উপজেলার জাগির কয়া বাজারে যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। 

 পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জহিরুল আলম(মুরাদ) বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর ইসলাম আরিফ, কালুখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনিছুর রহমান মোল্লা, পাংশা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব রাজা প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় বক্তারা বলেন, ফরহাদ হোসেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষে লেখালেখি করেন। এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার। গত ১৬ই জানুয়ারী সন্ধ্যায় পাংশা থেকে বাড়ী ফেরার পথে গোলাবাড়ি এলাকায় পৌছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা করে তার কাছ থেকে মোটর সাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। এরপর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দ্রুত সময়ের মধ্যে হামলা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন বক্তারা। 

 
ফরিদপুরের চরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত
জিয়া সাইবার ফোর্স সদস্যের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ-বিক্ষোভ
সর্বশেষ সংবাদ