ঢাকা বুধবার, জানুয়ারী ২২, ২০২৫
কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২২ ০৩:৩২:১৮

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে জানুয়ারী দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস শাহাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন ও কালুখালী সরকারী কলেজের প্রভাষক আবু বকর প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

 সভায় উপজেলার মাদক নিয়ন্ত্রণ, গরু চুরি প্রতিরোধ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর বিশেষ নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সভায় উপস্থিত কর্মকর্তারা তাদের মতামত পেশ করেন।

 

কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি খৈয়মের নিন্দা
সর্বশেষ সংবাদ