কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ।
গতকাল ২২শে জানুয়ারী সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রথম ব্যাচে উপজেলার ৩০জন ও দ্বিতীয় ব্যাচে ৩০জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মেহের মালিকা ও রাজবাড়ী জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদেরকে সুষ্ঠ স্বাভাবিক জীবনের জন্য পুষ্টিকর খাদ্য খেতে হবে আর পুষ্টিকর খাদ্য কিভাবে পাওয়া যাবে এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।