ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বহরপুরে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৮ ১৫:৩৭:২০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে গতকাল ২৮শে জানুয়ারী বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।

 বিক্ষোভ মিছিল বহরপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে বহরপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল বক্তব্য রাখেন।

 এ সময় উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল মন্ডল, বহরপুর বাজার ব্যবসায়ী আলমগীর হোসেনসহ বহরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল বলেন, গত ৫ই আগস্টের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারাদেশে বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি করে আসছেন, বিএনপির নেতাকর্মীরা যেন শান্ত থেকে দলের পুণর্গঠনে কাজ করে। বিএনপির কোন নেতাকর্মীর দ্বারা যেন কোন মানুষ লাঞ্ছিত না হয়। কিন্তু এই বহরপুর ইউনিয়নে কিছু বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড, চাঁজাবাজি ও মাদক ব্যবসা করে চলেছে। এই গ্রুপটি ৫ই আগস্টের আগে আওয়ামীলীগের সাথে আঁতাত করে বিভিন্ন অপকর্ম করেছে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বড় বিএনপি হয়ে গেছে। এখন বিএনপির নাম ভাঙিয়ে তারা বিভিন্ন অপকর্ম করছে। তারা বহরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আকিজ গ্রুপের জেলা পরিবেশক মুহাম্মদ হারুন অর রশীদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় গত ২২শে ডিসেম্বর দিনগত রাতে হারুন অর রশিদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ৫লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

 তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আরো বলেন, যারা বিএনপির নামে চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড করতে আসবে, তাদেরকে তাৎক্ষণিক বেঁধে রেখে পুলিশে খবর দিবেন। পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার জন্যই আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বহরপুরের মাটিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না।

 
গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ