রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় গতকাল ২৯শে জানুয়ারী দুপুরে অটোরিকশা চুরি করে পালনোর সময় জনতার হাতে আটক হয় এক চোর। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত চোরের নাম বাবলু হাজরা(৪৮)। সে যশোর জেলার কোতোয়ালী থানার পৌর ৮ নম্বর ওয়ার্ড শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকা হতে ৪ সদস্যের চোরের দল একটি অটোরিকশা চুরি করে ফরিদপুরের উদ্দেশ্যে চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর ১টার দিকে গোয়ালন্দ পৌরসভার জামতলা নামক স্থানে এলে জনগণের হাতে আটক হয় অটোরিকশাটি। এ সময় ২জন চোর মোটর সাইকেলে থাকাতে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অটোতে থাকা অপর দুই চোর ধরা পড়ে।
স্থানীয় জনগণ দুই চোরকে গণধোলাই দেয়া শুরু করলে গোয়ালন্দ ঘাট থানার এসআই সোহানুর রহমান সোহান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় চোর বাবলুকে তারা হেফাজতে নেন।
স্থানীয়রা জানান, জনগণের হাতে আটক অপর চোরকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে নিজ দায়িত্বে নিয়ে যান গোয়ালন্দ পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দিলু।
তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি চোরকে নিয়ে আসিনি। স্থানীয় কয়েকজন ওই চোরকে ধরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে তার অফিসের সামনে নিয়ে এসেছিল। কিছু সময় পর রাজবাড়ী হতে অটোরিকশার মালিক ও তার লোকজন আসলে ধৃত ওই চোরকে আমরা তাদের হেফাজতে দিয়ে দেই। তারা ওই চোরকে রাজবাড়ী সদর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বলে পরে জানতে পারি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অটোরিকশার মালিক এসে ছিলেন এবং তিনি অটোরিকশাটি নিয়ে গেছেন। ধৃত চোর বাবলু তাদের হেফাজতে রয়েছে। যুবদল নেতা একজনকে নিয়ে গেছে এমন বিষয় তার জানা নেই। এ ব্যাপারে সদর থানায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।