ঢাকা শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবীতে যুব অধিকারের বিক্ষোভ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-৩১ ১৪:১৬:৩৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে যুব অধিকার।
 গতকাল ৩১শে জানুয়ারী সন্ধ্যায় যুব অধিকার গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজা মাহমুদের সভাপতিত্বে এ সময় জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন আলম, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
 বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রলীগের ১৫ বছরের সকল অপকর্ম তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবী জানান তারা।

পাংশায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত ওসি মিজানুর রহমানের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবীতে যুব অধিকারের বিক্ষোভ
ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সর্বশেষ সংবাদ