ঢাকা শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
রাজবাড়ী প্রধান ডাকঘর মসজিদের কাজ সম্পন্ন না করে চলে গেছে ঠিকাদার॥মুসল্লিরা দুর্ভোগে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-৩১ ১৪:১৮:২২

রাজবাড়ী প্রধান ডাকঘরের মসজিদ নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
 মুসল্লিদের অভিযোগ, কাজ সম্পন্ন না করেই বিল তুলে নিয়ে চলে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে অসম্পন্ন মসজিদে নামাজ আদায় করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে তাদের। ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ শেষ করার দাবী করলেও কর্তৃপক্ষ বলছে, এখনও প্রকল্পের কাজ বুঝে পাননি তারা।
 জানা গেছে, রাজবাড়ী প্রধান ডাকঘরের পুরাতন মসজিদ ভেঙ্গে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের মে মাসে। ৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মাসুদ বিল্ডার্স। মসজিদের কাজ শেষ না করেই এরই মধ্যে প্রকল্পের পুরো টাকা তুলে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
 সরেজমিনে গিয়ে দেখা গেছে, ময়লা আবর্জনা ছড়িয়ে আছে মসজিদের ভিতরে। বারান্দায় জমে আছে গাছের পাতা। ওযুখানায়ও জমে আছে ময়লার স্তূপ।
 এ সময় স্থানীয় মুসুল্লি মোঃ রাজীব বলেন, পুরাতন মসজিদটিতে আমরা নিয়মিত নামাজ আদায় করতাম। পুরাতন মসজিদ ভেঙ্গে নতুন মসজিদ নির্মাণ করতে দেখে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান মসজিদের কাজ সম্পন্ন না করেই পুরো বিল তুলে নিয়ে চলে গেছে। এখন আমাদের দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হচ্ছে।
 আরেক মুসুল্লি মোঃ স্বপন মোল্লা বলেন, এই মসজিদের যতোটুকু কাজ করা হয়েছে তাতে বেশিরভাগই পুরাতন মসজিদের মালামাল ব্যবহার করা হয়েছে। বারান্দায় টাইলস লাগানোর কথা ছিল তা লাগায়নি, ভিতরে সিলিং লাগায়নি। মসজিদের অর্ধেক কাজ এখনো বাকী আছে। এখানে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টাকার কাজ করে ঠিকাদার বিল তুলে নিয়ে চলে গেছে। আমাদের দাবী, মসজিদটির কাজ দ্রুত সম্পন্ন করে নামাজ আদায়ের ব্যবস্থা করে দেয়া হোক।
 এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাসুদ বিল্ডার্সের স্বত্বাধিকারী মোঃ মাহবুব বলেন, নিয়ম মেনে কাজ শেষ করে ডাকঘর কর্তৃপক্ষকে মসজিদ বুঝিয়ে দেয়া হয়েছে। আমার যতোটুকু কাজ করার কথা ছিল, আমি তারচেয়ে বেশিই কাজ করেছি।
 তবে ডাকঘরের পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বলেন, মসজিদের কাজ এখনো সম্পন্ন হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের কাছে মসজিদ হস্তান্তর করেনি। যদি তারা হস্তান্তর করেছে বলে দাবী করে থাকে, তাহলে সেটি মিথ্যা কথা বলেছে। আমি মসজিদটি নামাজের উপযোগী করার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

 

আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে-----খৈয়ম
তরুণদের অদম্য শক্তিই পারে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে----মারিয়া হক
রাজবাড়ী প্রধান ডাকঘর মসজিদের কাজ সম্পন্ন না করে চলে গেছে ঠিকাদার॥মুসল্লিরা দুর্ভোগে
সর্বশেষ সংবাদ