রাজবাড়ী জেলার গোয়ালন্দে নবাব স্যার সলিমুল্লাহ্’র ১১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও বিশেষ পাঠচক্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ২রা ফেব্রুয়ারী বিকালে দশ টাকায় হাসি ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন এক ঘন্টার লাইব্রেবীর আয়োজনে গোয়ালন্দ দাখিল মাদ্রাসার শ্রেণী কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দশ টাকায় হাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তানভীর মাহমুদ রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান সাইন হাই স্কুলের প্রধান শিক্ষক রবিন নুরতাজ আলম।
এ সময় ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শেখ আয়নাল আহসান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠ চক্রের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিতার্কিক ও সমালোচক আব্বাস আলী।
এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় ১০ জন ও সেরা পাঠক হিসেবে ৪ জন বিজয়ী হন।
উপস্থিত অতিথিবৃন্দ মোট ১৪ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে সংগঠনের পক্ষ হতে ক্রেস্ট ও বই তুলে দেন।
এ সময় অতিথিরা নবাব স্যার সলিমুল্লাহ্’র জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন।