ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
গোয়ালন্দে আগুনে দগ্ধ সেই স্কুল ছাত্র নিতুন মারা গেছে
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-০৩ ১৫:৫৮:১২

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে অগ্নিদগ্ধ হয়ে ৬দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৩রা ফেব্রুয়ারী ভোর ৪টার দিকে মারা গেছে সেই স্কুল ছাত্র নিতুন সরকার(১৪)। 

 নিতুনের বাবা নিমাই সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আগুনে নিতুনের শরীরের ৪৪ শতাংশ গভীরভাবে পুড়ে যায়। এতে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

 নিতুন স্থানীয় লোটাস কলেজিয়েট স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল। 

 ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা নিমাই সরকার আরো জানান, তিনি ময়মনসিংহের ভালুকা থানায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। ব্র্যাকে চাকরির সূত্রে তার স্ত্রী কাঞ্চন সরকার তাদের একমাত্র সন্তান নিতুনকে নিয়ে বিগত ৪ বছর ধরে গোয়ালন্দ পৌর শহরের ৪নং ওয়ার্ডের জনৈক হাসেম বেপারীর বাড়ীতে ভাড়া বাসায় থাকতো। গত ২৮শে জানুয়ারী বিকাল সোয়া ৪টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট হতে ওই বাড়ীতে আগুনের ঘটনা ঘটে বলে শুনেছি। ভিডিওতে দেখেছি এলাকার লোকজন অনেক কষ্ট করে দেয়াল ভেঙ্গে ঘরে আটকে পড়া আমার ছেলেকে উদ্ধার করে। কিন্তু তাদের সে চেষ্টা বিফলে গেল। আমার ছেলেটা মরেই গেল। 

 জানা গেছে, ওই বাড়ীর ভাড়াটিয়া দীনবন্ধুর ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সময়ের মধ্যে আগুন আশপাশের মোট চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আরো দগ্ধ হয়েছে ভাড়াটিয়া জাহিদুল ইসলামের স্ত্রী সোমা বেগম(৪০) এবং অজ্ঞাতনামা আরো একজন। আগুনের তাপ ও ধোয়ায় সোমা বেগমের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 উদ্ধার তৎপরতায় অংশ নেয়া স্থানীয় কয়েকজন বলেন, তারা অন্য কোন উপায় না দেখে দেয়াল ভেঙ্গে ভিতর থেকে নিতুনকে উদ্ধার করে। কিন্তু ততক্ষনে সে মারাত্মকভাবে দগ্ধ হয়ে যায়। 

 তারা অভিযোগ করে বলেন, বাড়ীটি অনেক বড়। বাড়ীর মালিকসহ অনেক ভাড়াটিয়া ওই বাড়ীতে থাকেন। কিন্তু বাড়ীতে প্রবেশের জন্য একটি মাত্র লোহার দরজা রয়েছে।  

 এ প্রসঙ্গে বাড়ীর মালিক হাসেম বেপারীর মেয়ে হামিদা খাতুন বলেন, তাদের বাড়ীটি নির্মাণের সময় সীমানা জটিলতা ছিল বলে তখন পাশ দিয়ে বিকল্প দরজা করা সম্ভব ছিল না। এখন সে জটিলতা নেই। বিকল্প একটি দরজা তারা নির্মাণ করবেন। 

 গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ সাবেকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শার্ট শার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করি। কিন্তু সরকারী কামরুল ইসলাম কলেজ সংলগ্ন সড়কের মধ্যে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় এবং সেখানে অপরিকল্পিত একটি ভবনের দেয়ালের জন্য আমাদের অগ্নি নির্বাপন গাড়ি ঘটনাস্থলেই পৌছাতে পারেনি। পরে ফিতা টেনে নিয়ে আমরা কাজ শুরু করি। হাসেম বেপারীর বাড়ীটিও অপরিকল্পিতভাবে করা হয়েছে। 

মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত
রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশার কলিমহরে একই রাতে ১৬টি বাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর
সর্বশেষ সংবাদ