রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যাম মোহন উচ্চ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রাশেদা সুলতানাকে পুনঃবহালের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গত ৪ঠা ফেব্রুয়ারী সকাল ১০টায় জামালপুর শ্যাম মোহন ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা জানায়, গত ২১শে জানুয়ারী শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে একদল বহিরাগত সন্ত্রাসী দ্বারা হেনস্তার শিকার হন শ্যাম মোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাশেদা সুলতানা। একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে তাকে তার পদ থেকে অপসারণ করার প্রচেষ্টা চালাচ্ছে। তারই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে সজল, মেহেদী, অপূর্ব, আকাশ, সজীব লিমনসহ অর্ধশত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।