রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শুরু হয়েছে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
গতকাল ৫ই ফেব্রুয়ারী সকাল ১০টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৪০টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, দড়ি লাফ ইভেন্টে অংশগ্রহণ করে।