দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল ৬ই ফেব্রুয়ারী দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে আবার বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাসেল শেখ, আসজাদ হোসেন আজাদ, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিনুর রহমানসহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অবৈধ লুটেরা ও দুর্নীতিবাজ সরকার ছিলো তারা বিভিন্ন কর্মসূচী দিয়েছে। বাংলাদেশের জনগণ যদি ফ্যাসিস্ট সরকারকে গ্রহণ না করে তাহলে তাদের তো রাজনীতি করার অধিকার নেই। গতকাল দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ফেসবুকে যে ভিডিও বার্তা দিয়েছিলো তার প্রেক্ষিতে সারা বাংলাদেশে সাধারণ ছাত্র জনতা আবারো রাজপথে নেমেছে। তারই অংশ হিসেবে আওয়ামী লীগ আজকে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা জেলা বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছি।