ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
বালিয়াকান্দিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস দাবীতে স্মারকলিপি প্রদান
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০২-০৬ ১৪:৩৮:২৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী কলেজে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে গতকাল ৬ই ফেব্রুয়ারী অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদলের নেতাকর্মীরা 
 সকালে বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় ছাত্রদলের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ্ ও কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাহাত শেখসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 স্মারকলিপি প্রদান শেষে কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাহাত শেখ বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পরবর্তীতে যাতে কখনো এমন কার্যক্রম আর কখনো চালাতে না পারে। এছাড়াও তিনি বিগত দিনে উপজেলা ছাত্রদলের সভাপতিসহ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ যে হামলা করেছে সেটার দ্রুত বিচারের দাবী জানান।

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ