ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দির গড়াই নদীতে ইলিশ রক্ষা অভিযানে জব্দকৃত জাল ধ্বংস
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১১-০৩ ১৩:৪১:৩৭
বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীতে গতকাল ৩রা নভেম্বর বিকালে পরিচালিত ইলিশ রক্ষা অভিযানে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি চায়না দুয়ারী জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন এলাকায় গড়াই নদীতে গতকাল ৩রা নভেম্বর বিকালে পরিচালিত ইলিশ রক্ষা অভিযানে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি চায়না দুয়ারী জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বেগম আম্বিয়া সুলতানা। এ সময় বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) আব্দুল মান্নাফ, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক, একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিধান কুমার দাস এবং বালিয়াকান্দি থানা পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। ধ্বংসকৃত জালের মূল্য প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকা। 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ