ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রতনদিয়ায় ৭নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৮ ১৩:৫৯:১৮

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী ঈদগাহ সংলগ্ন মাঠে গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকেলে ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান বক্তব্য রাখেন। 
 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। 
 এছাড়াও অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলভী, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের নেতা গোলাম রব্বানী সাদাত, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য ও উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন প্রমুখ বক্তব্য রাখেন। 
 সম্মেলনে কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ দারোগ, কালুখালী উপজেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, উপজেলা যুবদলের নেতা ফেরদৌস হাসান টিটো, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু তালেব, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মন্ডলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা বলেন, কালুখালীর মাটিতে কোন অপশক্তির প্রশ্রয় দেওয়া হবে না। জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো দেশের মধ্যে ঘাপটি মেরে আছে। তারা বাংলাদেশকে অশান্ত করার নানা ধরণের ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল অপশক্তির ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সকল নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
 সম্মেলনে বিগত আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
 সম্মেলনে রতনদিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির কর্মীদের সমর্থনে সিরাজুল ইসলাম জোয়াদ্দারকে সভাপতি, আমিরুল ইসলাম আনজুকে সাধারণ সম্পাদক ও ফারুক খানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

 

রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে রাজবাড়ী-২ আসনে বিএনপি’র রাজনীতিতে সরব সাবেক এমপি সাবু
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ