ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
গোয়ালন্দে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • আবুল হোসেন
  • ২০২০-১১-০৩ ১৩:৪১:৫৮
জেল হত্যা দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে গতকাল ৩রা নভেম্বর বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জেল হত্যা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে গতকাল ৩রা নভেম্বর বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, ডাঃ আবু বক্কার ছিদ্দিক, মামুনুর রশিদ, আতিকুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন রেজা প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ পতাকা উত্তোলন করা হয়। 

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ