ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১০ ১৪:১১:২৯

রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গতকাল ১০ই ফেব্রুয়ারী সকালে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

 সকালে বরণ নৃত্য, জাতীয় সংগীত, ক্রীড়া ও স্কাউট পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

 ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদের সঞ্চালনায় জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, আমি তোমাদের স্কুলে এর আগে আসেনি। আজই প্রথম আসলাম তোমাদের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধনী উপলক্ষে। আমার খুব ভালো লাগছে তোমরা কালচারী অনেক রিস। স্কুলের মেয়েদের নাচের মধ্যে বসন্তের একটি আবহ পেলাম আমি। তাদের পরিবেশন অনেক শৈল্পিক ছিল। শিক্ষিকারাও ছিল অনেক কালারফুল। বসন্ত আমাদের দ্বারে অপেক্ষা করছে। তার একটি আবহ আজকে আপনারা দেখালেন। আপনাদের স্কুল রাজবাড়ী জেলার বিখ্যাত স্কুল গুলোর মধ্যে একটি অন্যতম স্কুল। আপনাদের পারফরম্যান্স ভালো। আমার অনুরোধ থাকবে আপনাদের পারফরম্যান্স যেনো ভলো হয়। আপনারা চ্যালেঞ্জিং হিসেবে নেন, যাতে আপনাদের ফলাফল ভয়েজ স্কুল থেকে ভালো হয়। স্কুলের ২য় শিফটের ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আমার সাথে আলাপ করেছে। আমি বিষয়টি নিয়ে মন্ত্রনালয়ে কথা বলবো। আমাদের রাজবাড়ীর ছেলেমেয়েরা সাংস্কৃতিক দিক দিয়ে অনেক ভালো। এ বিষয় গুলো আমাদের ধরে রাখতে হবে।

 উল্লেখ্য, দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন ক্যাটাগরিতে খেলাধুলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণ করা হবে।

 
গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ