ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
রতনদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১২ ১৪:৫০:৫০

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১১ই ফেব্রুয়ারী বিকেলে ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান বক্তব্য রাখেন। 
 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা বক্তব্য রাখেন।
 এছাড়াও অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু তালেব, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব দুলাল, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মোল্লা, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদলের নেতা ফেরদৌস হাসান টিটো, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 
 সম্মেলনে যুবদলের নেতা গোলাম রব্বানী সাদাত, রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জোয়াদ্দার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম খাঁন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তৈয়ব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খালেক শেখ, কালুখালী সরকারী কলেজে ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মান্নান শেখসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির দলীয় রাজনীতিকে গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 
 তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। সাম্প্রতিক কয়েক দিন ধরে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে বাংলাদেশকে অশান্ত করার নানা ধরনের ষড়যন্ত্র শুরু করছে। সকল অপশক্তির ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সকল নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
 সম্মেলনে রতনদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির কর্মীদের সমর্থনে মোঃ হোসেন আলী শেখকে সভাপতি ও মোঃ জসিম শেখকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

 

রাজবাড়ী জেলার ১লক্ষ ৪৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ২টি ইটভাটা মালিককে ২লাখ টাকা জরিমানা
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযান রামকান্তপুর থেকে বিদেশী পিস্তলসহ ১জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ