রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩ ফসলী জমির মাটি কেটে দিবালোকে ইট ভাটায় বিক্রি হচ্ছে।
ফসলী জমি কেটে পুকুর খনন নিষিদ্ধ থাকলে এখানে আইনের কোন প্রয়োগ নেই। বিলনয়াবাদ গ্রামে ৩ ফসলী জমির মাটি বিক্রি করছে ওরম আলী খান ও ইয়াছিন আলী খান। প্রতিদিন শত শত ট্রাক মাটি নিয়ে খানখানাপুর ইটভাটায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে।
ওরম আলী খানের পুত্র নুর মোহাম্মদ জানান, প্রতি ট্রাক মাটির দাম ৭ শত ৫০ টাকা। জেলা প্রশাসনের কোন অনুমতি নেওয়া হয়নি। ফসলী জমির মাটি কাটতে অনুমতি লাগে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আইন জানা নাই। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে মাটি কাটার কোন অনুমতি নেওয়া হয়নি।
মাটিকাটার ফলে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন খুটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। কাঁচা ও আধা পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিলনয়াবাদ গ্রামের তোফাজ্জেল বিশ^াস ও রফিক সরদার জানান, মাটিভর্তি ট্রাক দিবারাতে চলাচল করায় তার বাড়ীর পাশের রাস্তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। মাটি ব্যবসায়ীদের সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা নানা প্রকার ভয়ভীতি দেখাচ্ছে। গত ১৫ দিনযাবত ৩ ফসলী জমির মাটি ইট ভাটায় চলে যাচ্ছে। ফলে এলাকায় কৃষি জমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। ট্রাকের ঘন ঘন যাতায়াতের কারণে ছোট যানবাহন সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। দুর্ভোগ বেড়েছে চরমে। অনেক স্থানেই ট্রাক থেকে কাঁদা মাটি পড়ে ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে প্রতিদিন।
মূলঘর ইউনিয়নের ভূমি কর্মকর্তা আলীমুজ্জামান জানান, মাটি কাটার খবর জানেন না। তবে খোঁজ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে মাটি কাটার বন্ধ করা হবে।