ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এখন ভোট রাতে হওয়ার কোন সুযোগ নেই-----হারুন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৮ ১৩:৫৭:২২

 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। ভোট নিতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। জোর করে কখনো জনগণের ভোট পাওয়া যায় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এখন ভোট রাতে হবার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। 

 গতকাল ১৮ই ফেব্রুয়ারী বিকালে শমসের মার্কেট প্রাঙ্গনে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

 তিনি বলেন, আমাকে এমপি-মন্ত্রী হতে হবে সেটা নয়। আল্লাহ যেটা চায়, সেটাই হবে। আগামী ২৩শে ফেব্রুয়ারী রাজবাড়ীতে জনসভা সফল করতে সকলের সহযোগিতা চাই। 

 মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের সঞ্চালণায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান খান, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ রাকিবুল হাসান রুমা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মঞ্জুর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা এবং প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ মোঃ শাহাজালাল মিয়া, বিশেষ বক্তা হিসেবে উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজিব, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী রেজা আরজু মাস্টার, সাংগঠনিক সম্পাদক  ইসমাইল হোসেন সংগ্রাম ও মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনির বক্তব্য রাখেন।

 কর্মী সম্মেলনে উপজেলা বিএনপির  প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, যুব বিষয়ক সম্পাদক নীরব বাবু, যুবদল নেতা  ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, দপ্তর সম্পাদক মনোয়ারা হোসেন রবিনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 পরে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকদের সমর্থনে মাজবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে কাজী তৌহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমানকে নির্বাচিত করা হয়।

 

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ