রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রপার হাই স্কুলে গতকাল ১৯শে ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ও সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অভিভাবক প্রতিনিধি, স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।