ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
পাংশায় ল্যাকটেটিং মাদার ফ্রি হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২০-১১-০৪ ১৪:৩৯:২৭
পাংশায় গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ল্যাকটেটিং মাদার ফ্রি হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল ৪ঠা নভেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ফ্রি হেল্থ ক্যাম্প-২০২০ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ডাঃ নিপা নন্দী ও ডাঃ রুমানা আশরাফি বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন রেসরকারী নারী অঙ্গন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাস।
  অনুষ্ঠানে ৩০০ জন ল্যাকটেটিং মহিলার ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিপা নন্দী ও রুমানা আশরাফি।
  অনুষ্ঠানের সভাপতি ইউএনও বিপুল চন্দ্র দাস মা ও শিশুর যত্ন এবং পুষ্টিসম্পন্ন খাদ্য খাওয়ার গুরুত্বারোপ করেন।

 

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ