ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
শান্তিপূর্ণ পরিবেশে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০২-২২ ১৫:২০:৩২

 রাজবাড়ী জেলার পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ গতকাল ২২শে ফেব্রুয়ারী পাংশা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল শনিবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে ভোট গণনা চলছিল। 

 নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সভাপতি পদে মোঃ বাহারাম হোসেন সরদার চাকা প্রতীকে ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কে.এ দানিয়েল সিপার ছাতা প্রতীকে ৭৫৪ ভোট পেয়েছেন।

 সাধারণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার সরদার গরুর গাড়ী প্রতীকে ১হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন।

 সহ-সভাপতি পদে আব্দুল খালেক মাস্টার(বই) ও ইউসুফ আলী মন্ডল(আম) প্রতীকে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। 

 ১১টি পদে ৩৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

 
পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ