ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
কালুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২২ ১৫:২০:৩২

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। 

 দিবসটি উপলক্ষে গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

 প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমানসহ অন্যান্য অফিসারবৃন্দরা পুস্পস্তবক অর্পণ করেন। 

 এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, পাংশা হাইওয়ে থানা, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী সরকারী কলেজ, কালুখালী মহিলা কলেজ, কালুখালী উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন। 

 পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কালুখালী উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরুল কায়েস। 

 এছাড়া দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী ও আধাসরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 
পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ