ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ নুরুল ইসলাম
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-২৩ ১৪:৪৬:৩৮

 রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে এডঃ মোঃ নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

 গত ২২শে ফেব্রুয়ারী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারদিয়া জামায়াতে ইসলামীর ইউনিট সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ রাজবাড়ী-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। 

 এডভোকেট মোঃ নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন।

 রাজবাড়ী-১ আসনের জামায়াতের প্রার্থী মোঃ নুরুল ইসলাম বলেন, গত ২২শে ফেব্রুয়ারী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারদিয়া ইউনিয়নের কালপোহা এলাকায় ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তদারকির দায়িত্বে থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ।

 ওই অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দুপুর ১টার দিকে গোপালগঞ্জ-৩, ফরিদপুর-১ ও রাজবাড়ী-১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় রাজবাড়ী-১ আসন থেকে তার(নুরুল ইসলাম) নাম ঘোষণা করেন তিনি। এছাড়া রাজবাড়ী-২ আসনের প্রার্থীর বিষয়টি এখনো কোন সিদ্ধান্ত আসেনি।

 এডঃ নুরুল ইসলাম আরো বলেন, যেহেতু কেন্দ্র থেকে আমার নাম ঘোষণা করা হয়েছে। এজন্য জন্য তিনি সব রকমের প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সংস্কার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রভাবমুক্ত করা এবং সেই সাথে মানুষের ভোটের যাবতীয় অধিকার সম্পন্ন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আমি মনে করছি। তবে রাজবাড়ী-১ আসন থেকে আমি নির্বাচন করলে নির্বাচনী এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

 উল্লেখ্য, রাজবাড়ী জেলা শাখার আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম ১৯৭৮ সালে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদেন। ১৯৯১ ও ১৯৯৩ সালে রাজবাড়ী-১ আসন থেকে দলীয় প্রাথী হিসেবে নির্বাচনে অংশ নেন। ১৯৮৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী নির্বাচিত হন। তিনি জেলার গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় বসবাস করছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ১৯৮৯ সাল থেকে তিনি রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য।

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ