রাজবাড়ীতে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত টমেটো সস্ ও কুমড়া বড়ি বিক্রি প্রসারে প্রোডাক্ট লঞ্চিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে ফেব্রুয়ারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়ামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি(এসডিসি) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম, প্রজেক্ট কো-অডিনেটর রোকসানা পারভীন, মাকের্টিং ম্যানেজার রাশেদুল ইসলাম, কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আব্দুল্লা-আল-রাজী, এসডিসি মাইক্রো ফাইন্যান্স রাজবাড়ী শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার সাহা, সস উদ্যোক্তা সোহেল সরদার, কুমড়া বড়ি উদ্যোক্তা শিউলি বেগমসহ অনেকেই বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি তুলে ধরেন।