দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবীতে গতকাল ২৫শে ফেব্রুয়ারী বেলা ১২টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষোভ-মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি মহাসড়ক দিয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে “ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই”-এই শ্লোগান দেয় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় গোয়ালন্দ সান সাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন, শফিক মন্ডল, জাহিদ হাসান, হিমেল, রাকিব খান, আমিনুল ইসলাম ও শংকর কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধেরও বৃদ্ধি পেয়েছে, যা আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।
তারা আরো বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরণের অপরাধ করতে সাহস না পায়।