বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে গতকাল ১লা মার্চ সন্ধ্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসংযোগ কর্মসূচী হয়েছে।
আমরা জিয়ার উত্তরসূরী ও এলাকাবাসী এই কর্মসূচী আয়োজন করে।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন সেটা উন্নত বাংলাদেশের রূপরেখা। শ্রমিকের অধিকার থেকে প্রধানমন্ত্রী কেমন হতে পারে সেটি বর্ণনা রয়েছে এই দফাগুলোতে।
তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচিত সরকার দেখতে চান। প্রায় ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। বিগত সবগুলো নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে এই দেশে। মানুষ ভোট দিতে অধীর আগ্রহে রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে স্থানীয়দের সোচ্চার হওয়ার আহবান করেন তিনি।
স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তাফার সভাপতিত্বে কর্মসূচীতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন বক্তব্য রাখেন।
কর্মসূচীর শুরুতে স্থানীয় বাজারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন কাজী রহমান মানিক।