ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর সংলগ্ন মহাসড়কের পাশে ওয়েস্কেলে পণ্যবাহী ট্রাক ওজন করার সময় গত ২৮শে ফেব্রুয়ারী দিনগত রাত ১টার দিকে স্কেলের প্লাটফরমের গাডার ফেটে যায়। এতে দূরপাল্লার ট্রাক চলাচলে চালকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ ও কর্মকর্তারা বলছেন ওয়েস্কেলে যান্ত্রিক ত্রুটির সমস্যা উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা বলেছেন খুব দ্রুত সময়ের মধ্যেই ইঞ্জিনিয়ার পাঠিয়ে প্লাটফরমের গার্ডার মেরামতের কাজ শুরু করবেন।
সরেজমিনে গতকাল ১লা মার্চ সকালে গোয়ালন্দ উপজেলার কোর্ট মাঠ চত্বরে অবস্থিত ওয়েস্কেলে গিয়ে দেখা যায় দূরপাল্লার ট্রাক চালকরা লাইন দিয়ে দাঁড়িয়ে চালান শ্লিপ নিচ্ছেন। সেই সাথে সেখানে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক(এজিএম) মোহাম্মদ সালাউদ্দিনকেও ভেঙ্গে যাওয়া প্লাটফরমের গাডার অংশটি ঘুরে ঘুরে পরিদর্শন করতেও দেখা যায়।
যশোর থেকে আসা ঢাকা-মেট্রো-ট-১৪-৩৫৮৬ এর ট্রাক চালক সুমন রানা বলেন, ওজন স্কেলে সমস্যা হওয়ায় ট্রাক নিয়ে গোয়ালন্দে এসে আমাদের অনেকক্ষণ আটকে থাকতে হচ্ছে । এতে করে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পবিত্র মাহে রমজানের মাস শুরু হচ্ছে এখন যদি এই ওজন মাপার যন্ত্রটা ঠিক করা না হয় তাহলে এখান দিয়ে যাতায়াতে আমাদের দারুন কষ্ট হবে।
অপর ট্র্রাক ঢাকা-মেট্রো-ট-১৩-৭৮৬৭ এর ট্রাক চালক সবুজ মোল্লা বলেন, মাঝে মাঝেই এই ট্রাক মাপার ওজন মেশিনটি বন্ধ ও নষ্ট হয়। সরকারের কত টাকা কত জায়গায় যাচ্ছে অথচ এই ট্রাকের ওজন মাপার যন্ত্রটি ঠিকমতো মেরামত করা হচ্ছেনা।
ওয়েস্কলের কম্পিউটার অপারেটর আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ওয়েস্কেলে যান্ত্রিক ত্রুটি হওয়াতে চালকরা আমাদের ট্রাকের ওজন যেটা বলছেন সেটা মেনে নিয়েই চালান দিয়ে ট্রাক ছাড়তে হচ্ছে। ট্রাকের ওজন একটু কম বেশি হলেও এখন কিছুই করার উপায় নেই বলে জানান তিনি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক(এজিএম)মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রাতে দৌলতদিয়া ওয়েস্কেলের ট্রাক ওজন করার সময় ওয়েস্কেলের প্লাটফরমের গাডার ফেটে দূরপাল্লার ট্রাক চলাচলে একটু ব্যাহত হয়। আমি সেখানে গিয়ে আমার ঊর্দ্ধতন কর্তৃপক্ষসহ ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদেরকেও বিষয়টি অবহিত করেছি। ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন এসে ঝালাইসহ প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু করবেন। বর্তমানে সাময়িকভাবে দূরপাল্লার ট্রাকের ওজন মাপা বন্ধ আছে। তবে আমরা নিয়ম অনুয়ায়ী চালান দেখে হাতে লিখে ট্রাকের ওজন শ্লিপ প্রদান করছি।
উল্লেখ্য-দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের এই জাতীয় মহাসড়ক দিয়ে প্রতিদিন ৭ শতাধিক দূরপাল্লার পণ্যবাহী ট্রাক