ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় মুফতী আমীর হামজার কুরআন মাহফিলে জনতার ঢল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০১ ১৫:০২:০২

জবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসা মাঠে গতকাল ১লা মার্চ বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিশ্ব নন্দিত মুফাচ্ছিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা মাওলানা মুফতী আমীর হামজা বক্তব্য রাখেন। 

 মাহফিলে মুফতী আমীর হামজাকে দেখতে এবং তার বক্তব্য শোনার জন্য মুসলিম জনতার ঢল নামে। মাহফিলে মহিলাদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়।

 মাহফিলে মুফতী আমীর হামজা পবিত্র রোমজান মাস, রোজা ও নামাজের গুরুত্ব এবং বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সঃ)’র প্রতি মহব্বতের গুরুত্বারোপ তুলে ধরেন। একই সাথে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, আলেম-ওলামাদের প্রতি অত্যাচার-নির্যাতনের সমালোচনা করে বলেন, তারা আজ কোথায় ?

 মাহফিলের বিশেষ অতিথি বর্ষিয়ান আলেমেদ্বীন আল্লামা হেলাল উদ্দিন পবিত্র কুরআন-হাদিস থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন। ওয়াজ শেষে তিনি জয়কৃষ্ণপুর মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ (বালক-বালিকা) হাফিজিয়া মাদরাসার ১০জন হাফেজ ও হাফেজাদের মাঝে পাগড়ী ও বোরকা প্রদান এবং তাদের অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। 

 এ সময় অনুষ্ঠানের সভাপতি ও মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ ইশরাত শিরাজী তার স্ত্রীর লেখা ৩খানা গ্রন্থ বর্ষিয়ান আলেমেদ্বীন আল্লামা হেলাল উদ্দিনকে উপহার হিসেবে প্রদান করেন।

 মাহফিলে অপর বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান ফরিদী ওয়াজ পেশ করেন। 

মাহফিল পরিচালনা করেন জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াছির আরাফাত ও জয়কৃষ্ণপুর মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ শরীফ।

 মাহফিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জয়কৃষ্ণপুর মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা, জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মঞ্চে উপস্থিত ছিলেন।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ