“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ২রা মার্চ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, সমবায় কর্মকর্তা আঃ জব্বার, শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হানিফ মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।