প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষকরা।
গতকাল ২রা মার্চ সকালে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে এই কর্মবিরতি পালন করা হয়।
এ সময় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, উপাধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনছারী, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক কল্লোল কুন্ডু, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাসুদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক অদ্বৈত কুমারসহ কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ জানান এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবী জানান।