পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
গতকাল ২রা মার্চ বিকেলে রাজবাড়ী শহরের বড় বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী শহরের কাঁচ বাজারের পাইকারি আড়ত, মুরগি বাজারে গতকাল রবিবার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন দোকানে ভোজ্যতেল, ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, বেগুন, লেবুসহ অন্যান্য সবজি, মুরগি এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সমূহের ক্রয় ভাউচার পরীক্ষা করা হয় এবং বিক্রয় মূল্যের সাথে অসামঞ্জস্যতা নিরূপন করা হয়। এছাড়াও দোকানীদের রমজান মাসে অহেতুক বিক্রয় মূল্য বৃদ্ধি না করার পরামর্শ প্রদান করা হয় এবং অন্যায্যভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সতর্ক করা হয়।
অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুলসহ জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।