প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষকররা।
গতকাল ২রা মার্চ সকালে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের উদ্যোগে এই কর্মবিরতি পালন করা হয়।
এ সময় রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী আবু হুসাইন, ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মোঃ আমির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ কুতুবউদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আজাদুর রহমান, ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল আলীম ও দর্শন বিভাগের প্রভাষক শামিমা সুলতানাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ২৫তম ক্যাডারের ১৩জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বৈষম্য নিরসনে যে নতুন বাংলাদেশর সূচনা হয়েছে সেখানে সকল ক্যাডারে সমতা নিশ্চিত করতে হবে। সেই সাথে ডিএস কোটা পদ্ধতি বাতিল করে ক্যাডার যার মন্ত্রণালয় তার নিশ্চিত করতে হবে।