রাজবাড়ীতে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে গতকাল ২রা মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আম্রকানন চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, জেলা নির্বাচন অফিসার শেখ মোঃ জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নূর আমীন, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, শাহেদ খান, মোঃ আশিকুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, মিরাজুল মাজিদ তূর্য্য, সাঈদুজ্জামান সাকিবসহ জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সারা বাংলাদেশে আজ একযোগে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা রাজবাড়ীতে একত্রিত হয়েছি। আজ থেকে জেলা নির্বাচন অফিস স্মার্ট কার্ড বিতরণসহ অন্যান্য সেবাগুলো দিয়ে থাকবে।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৯ শত ৫২ জন। এর মধ্যে পুরুষ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৩ শত ৯৫ জন ও নারী ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৫ শত ৪৮ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ৯ জন। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩ লাখ ৮ হাজার ৬শত ৪০ জন। কালুখালী উপজেলায় ১লাখ ৩৭ হাজার ২০০ জন। গোয়ালন্দ উপজেলায় ১ লাখ ১ হাজার ১শত ৪৩ জন। বালিয়াকান্দি উপজেলায় ১ লাখ ৮১ হাজার ৮ শত ৬৯ জন ও পাংশা উপজেলায় ২ লাখ ১৬ হাজার ১০০ জন ভোটার রয়েছে।