রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির ২নং ওয়ার্ডের আন্দুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মুদিখানা দোকানদার শংকর কুমার প্রামানিকের বাড়ীতে গত ৩রা মার্চ গভীর রাতে মুখোশধারী ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হানা দিয়ে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
দুর্বৃত্তরা গৃহকর্তা শংকরের নাম ধরে ডাকাডাকি করে এবং কাঠের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গৃহকর্তা শংকর কুমার প্রামানিককে না পেয়ে তার ছোট ছেলে খোকন প্রামানিক (২০)কে মারধর করে। খোকন প্রামানিকের ডান পায়ের হাঁটুতে প্রচন্ড আঘাতের ফলে ফুলা জখম হয়েছে। তার হাঁটাচলায় কষ্ট হচ্ছে। স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছে।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত মুখোশধারী দৃর্বৃত্ত দল ওই বাড়ীতে গিয়ে রান্না ঘরের বারান্দার বৈদ্যুতিক বাতি ভাঙ্গে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্তরা গৃহকর্তা শংকর কুমার প্রামানিকের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। বিস্ফোরণের শব্দে বাড়ীতে থাকা লোকজন জেগে ওঠে। বিছানা থেকে উঠার চেষ্টা করলে দুর্বৃত্তরা খোকন প্রামানিককে মারধর করে।
শংকর কুমার প্রামানিক জানান, বছর খানেক আগে আন্দুলিয়া বাজারে তার মুদিখানা দোকানে চুরি হয়। এ জন্য তিনি মাঝে মধ্যে দোকানে রাত কাটান। ৩রা মার্চ ঘটনার রাতেও তিনি তার দোকানে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ ফোন পেয়ে জেগে জানতে পারেন দুর্বৃত্তরা বাড়ীতে ককটেল ফুটিয়েছে এবং তার পুত্র খোকনকে মারধর করেছে। ঘটনার পরপরই তিনিসহ আশেপাশের লোকজন বাড়ীতে গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত হন।
শংকর কুমার প্রামানিকের স্ত্রী ললিতা রানী জানান, মুখোশ পরিহিত দুর্বৃত্তরা আনুমানিক ৫/৭ মিনিট বাড়ীতে অবস্থান করে। ককটেল বিস্ফোরণ এবং তার পুত্র খোকনকে মারধর করার পর তারা বাড়ীর উত্তর পাশ দিয়ে বের হয়ে পেঁয়াজের মাঠের মধ্য দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর বাড়ীর উপর বিস্ফোরিত ককটেলের আলামত গুছিয়ে রাখা হয়েছে।
এ ঘটনার প্রায় ১০দিন আগে শংকর কুমার প্রামানিকের বাড়ীর সাবপারসেবল টিউবয়েলের মোটরের তার চুরি হয়। এ ছাড়াও আশেপাশের আরো কয়েকটি বাড়ীর মোটরের তার চুরির ঘটনাসহ অত্র এলাকায় প্রায়ই অপরাধমূলক কর্মকান্ড ঘটছে বলে স্থানীয়রা জানায়। ঘটনার পর থেকে শংকর কুমার প্রামানিকসহ তার পরিবারের লোকজনের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে।
গতকাল ৪ঠা মার্চ বিকালে সরেজমিন শংকর কুমার প্রামানিক, তার স্ত্রী ললিতা রানী ও ছেলে খোকন প্রামানিক এসব তথ্য নিশ্চিত করেন।