বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শহীদ সাগরের নামে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গোল চত্বর উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
গতকাল ৬ই মার্চ দুপুরে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ওয়াপদা মোড়ে অবস্থিত গোল চত্বরটি ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শহীদ সাগরের বাবাকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দেন ও সমবেদনা জানান।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) এহছানুল হক শিপন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মনির আযম মুন্নুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও জামায়াতের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।