ঢাকা বুধবার, মার্চ ১২, ২০২৫
দাদশী বাজারে রাজবাড়ী জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম॥দুই দোকানীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১১ ১৫:৩৭:০০

 রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রবমূল্য স্থিতিশীল রাখতে গতকাল ১১ই মার্চ বিকেলে সদর উপজেলার দাদশী বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। 
 অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের মূল্য তালিকা না থাকায় দুই দোকান মালিককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 এ সময় বাজারের বিভিন্ন দোকানে খেজুর, তরমুজসহ অন্যান্য ফল এবং দ্রব্যের বিক্রিরমূল্য যাচাই করা হয়। এছাড়া ইফতার সামগ্রী প্রস্তুতকারক দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ মালামাল সংরক্ষণ ও বিক্রয়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতকরণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য একাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়। 
 জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দাদশী বাজারে অভিযান পরিচালনা ও দুই দোকান মালিককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

 

নারী-শিশু নির্যাতন ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবা ও স্বর্ণালংকারসহ চোরাকারবারী গ্রেফতার
গোয়ালন্দে সকল প্রকার মাটি-বালু উত্তোলন বিক্রি ও পরিবহন বন্ধের ঘোষণা ইউএনও’র
সর্বশেষ সংবাদ