রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক, চোরাই স্বর্ণালংকার, রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল ও নগদ অর্থ উদ্ধারসহ চোরাকারবারী সজল (৩৭)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সজল ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী খন্দকার পাড়া গ্রামের আওয়ালের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১০ই মার্চ দিনগত রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খোকনের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের উপর হতে সজলকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত সজলের কাছ থেকে ১শত পিছ ইয়াবা ট্যাবলেট, সুমি জুয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে ছোট-বড় স্বর্ণের আংটি ৬টি, স্বর্ণের দুল ১৮টি, লকেট ৩টি, ব্যাসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি ও বিভিন্ন ধরণের নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টিসহ স্বর্ণের সর্বমোট ৫ ভরি ৪ আনা ৫ রতি। ০.৭ ভরি ৭ আনা ৪.৭ রতি পরিমাপে ১টি রূপার আংটি ও ১টি রেজিষ্ট্রেশন বিহীন এ্যাপাচি ব্লু কালারের মোটরসাইকেল, নগদ ৮ হাজার টাকা ও ১টি পুরাতন এ্যানড্রোয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চুরিসহ মোট ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গতকাল ১১ই মার্চ দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।