নারী ও শিশু নির্যাতন, অনলাইনে হেনেস্তা, পাচার, ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ১১ই মার্চ সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদ।
মানববন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি নেহাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, আইনজীবী রেহনাজ পারভীন সালমা, কালেরকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মোঃ আবদুল জব্বার, জেলা মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক শম্পা প্রামানিক ও নতুন প্রজন্ম দীনা নওরীন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ ও মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা কোন না কোনভাবেই নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নেই। আমরা নারীদের নিরাপত্তা ও অধিকার চাই। আমরা স্বাধীনভাবে চলতে ও বাঁচতে চাই। এমন একটি নিরাপদ সমাজ চাই, যেখানে সমাজে নারী-পুরুষ সবার সমান অধিকার থাকবে। দেশে ধর্ষণের মহোৎসব চলছে। স্বাধীনতার ৫৪ বছর পরও আজ আমাদের ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়। প্রতিদিনই সারা দেশে বিভিন্ন স্থানে নারীদের ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এসব অপরাধের পর নারীকেই বিভিন্নভাবে অপদস্ত করা হচ্ছে। সম্প্রতি মাগুরাসহ যেসব স্থানে এই ধরণের ঘটনা ঘটছে সব ঘটনার দ্রত বিচার করার দাবী জানানো হয়।
মানববন্ধন শেষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।