পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
অভিযানের অংশ হিসেবে গতকাল ২০শে মার্চ বিকেলে রাজবাড়ী সদর উপজেলা হাসপাতাল রোড ও কোলারহাট বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
অভিযানে হোটেল, মিষ্টির দোকান, মুদির দোকান এবং ফল দোকানসহ বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অস্বাস্থ্যকর তেল নির্ণায়ক ডিভাইসসহ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ময় অস্বাস্থ্যকর এবং পোড়া তেলে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৩ জন খাদ্য ব্যবসায়ীকে ২৫০০ টাকা জরিমানা জরিমানা করা হয় এবং পোড়া, অস্বাস্থ্যকর তেল জনসম্মুখে বিনষ্ট করা হয়। বিক্রেতাদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ ন্যায্য ও যৌক্তিক লাভে পণ্য বিক্রির পরামর্শ প্রদান করা হয়।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দিনসহ জেলা পুলিশের টিম ও স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করে।