ঢাকা সোমবার, মার্চ ৩১, ২০২৫
রাজবাড়ীতে এনসিটিএফ-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-২৭ ১৯:৪৪:৩৮

 “এসো ঈদে হাসি ফুটুক সকল শিশুর মুখে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
 গতকাল ২৭শে মার্চ বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাবে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) এর উদ্যোগে জেলার ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এনসিটিএফ এর জেলা ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার সাদমান সাকিব রাফির সঞ্চালনায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 
 বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান ও এনসিটিএফ এর পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিম শফি বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ এর জেলা ইউথ মেন্টর সাদিয়া জামান।
 এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, এনসিটিএফ এর সাধারণ সম্পাদক তাকিয়া হোসাইন, জেলা ইউথ মেন্টর সাফায়েত হোসেন, এনসিটিএফ এর সদস্য ও সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এনসিটিএফ যে উদ্যোগ নিয়েছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর কয়েকদিন পর ঈদ। ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাসি ফোটানোর জন্য তারা আজ ঈদ বস্ত্র বিতরণ করেছে। তাদের এই ভালো কাজের সাথে আমরা জেলা প্রশাসন সব সময় আছি।

 

রাজবাড়ী শহরে পবিত্র ঈদুল ফিতরের জামাত কোথায় কখন
রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল
রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
সর্বশেষ সংবাদ