ঢাকা সোমবার, মার্চ ৩১, ২০২৫
গোয়ালন্দে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-২৭ ১৯:৪৩:৪৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 
 দিবসটি উদযাপন উপলক্ষে গত ২৬শে মার্চের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবনে সঠিক মাপে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
 উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানসহ উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারীগণ। পরে গোয়ালন্দ ঘাট থানা, গোয়ালন্দ পৌরসভার পক্ষ থেকে পুষ্পার্ঘের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
 সকাল ৯টার দিকে উপজেলা কোর্ট চত্বর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 
 পরে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, বাংলাদেশ পুলিশ, আনসার-বিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অতিথিদের সালাম প্রদানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রথম পর্যায়ের প্রতিযোগি ও অতিথিদের মাঝে পুরষ্কার ও ক্রেষ্ট বিতরণ করা হয়।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ