রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌ পুলিশ যৌথ অভিযানে পরিচালনা করে আটক ২জনকে মোবাইল কোর্টে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ ৩টি ড্রেজার ও ২টি বাল্ক হেড জব্দ করা হয়।
গতকাল ২০শে মার্চ বিকেল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
দন্ডপ্রাপ্তরা হলো- ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ইয়াহিয়া মোল্লার ছেলে আলামিন মোল্লা ও ফরিদপুর সদরের মৃত আব্দুল সরদারের ছেলে মোঃ সাইদুর রহমান(৫২)
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্ট থেকে পাকশী পর্যন্ত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। সেই নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর কলাবাগান নামক এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। এ সময় কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে ২জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে।