ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-২৫ ১৬:০৫:২১

 রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা গতকাল ২৫শে মার্চ সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তালেব, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান।
 রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সঞ্চালনায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ এসএম মাসুদ, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারি জাহান ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫শে মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে।
 বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যা শুধু একটি কালরাত্রি নয়, এটি বাঙালির বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায়। এই দিনে আমরা হারানো প্রাণগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।
 এছাড়াও ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সুবিধাজনক সময়ে মসজিদ/মন্দির/গীর্জাসহ সকল উপাসনালয়ে সারাদেশে ২৫শে মার্চে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়। 

 

গুলশান থানার গণি হত্যা মামলায় রাজবাড়ীর সাবেক দুই এমপি ও সাবেক বিচারক আসামী
 রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ঈদুল ফিতরের পর বাড়ছে সব ধরণের সবজির দাম
সর্বশেষ সংবাদ