ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
  • জুয়েল সরদার
  • ২০২৫-০৩-২৫ ১৮:৫৯:২৪

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ হয়েছে।
 এ বছর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৯হাজার ৯৮২টি দুস্থ ও অসহায় পরিবার মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হয়। ঈদের আগে চাল পেয়ে খুশি উপকারভোগী এসব পরিবারগুলো।
 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচীতে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে ২২৫০টি, কালিকাপুর ইউনিয়নে ৯১৬টি, বোয়ালিয়া ইউনিয়নে ১৩৯০টি, মাজবাড়ী ইউনিয়নে ১২৯০টি, মদাপুর ইউনিয়নে ১২৫৮টি, মৃগী ইউনিয়নে ১৪৮০টি ও সাওরাইল ইউনিয়নে ১৬২৩টি পরিবারকে আওতাভুক্ত করা হয়েছে। উপজেলাতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৯৯ দশমিক ৮২০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। 
 গতকাল ২৫শে মার্চ সকালে সরেজমিনে উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ভিজিএফ চাল নেওয়ার জন্য উপকারভোগীদের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে চাল নিচ্ছেন নারী, পুরুষ, বৃদ্ধ। একজন করে সরকারী কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে প্রতিটি চাল বিতরণ কেন্দ্রে দায়িত্ব পালন করছে। এছাড়াও ইউনিয়ন পরিষদগুলোতে পরিদর্শন করছেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম। 
 তিনি বলেন, উপকারভোগী পরিবারগুলো যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে চাল নিতে পারে সেজন্য প্রতিটি চাল বিতরণ কেন্দ্রে একজন করে সরকারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নিজেই ছুঁটছেন ইউনিয়ন পরিষদগুলোতে। আর এই চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার।
 রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা রহিমা বেগম(৬৫) চাল পেয়ে জানান, তিনি বিধবা। তার কোনো ছেলে সন্তান নেই। এক মেয়ে ছিলো বিয়ে হয়ে গেছে। থাকেন ভাঙা একটি ঘরে। মানুষ যা দেয় সেটা কেউ দিলে খান না দিলে অনাহারেই থাকেন। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে খুবই খুশি সে।
 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ জানান, উপকারভোগী পরিবারগুলো যেন সুন্দর ও সুষ্ঠভাবে চাল সংগ্রহ করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ